Social Icons

Wednesday, July 20, 2016

তুর্কি শিক্ষাবিদদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর শিক্ষাবিদদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। পাশাপাশি দেশের বাইরে থাকা শিক্ষাবিদদেরও দেশে ফেরার তাগাদা দেয়া হয়েছে। 
  
বুধবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, দেশটির উচ্চতর শিক্ষা পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্ম-বিষয়ক বিদেশ সফর নিষিদ্ধ করেছে। 
  
এক বিবৃতিতে উচ্চতর শিক্ষা পরিষদ বলেছে, যেসব শিক্ষাবিদ ইতিমধ্যে কাজের প্রয়োজনে বা পড়াশোনার কাজে বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের দ্রুত ফিরে আসতে হবে। 
  
এদিকে শুদ্ধি অভিযানের অংশ হিসাবে তুরস্কের সরকার রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা থেকে ১৫ হাজার কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ২১ হাজার শিক্ষকের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে গণতন্ত্রকামী জনগণ। তাদের সঙ্গে যোগ দেন গণতন্ত্রপন্থী সেনা ও পুলিশ সদস্যরা। ফলে ব্যর্থ হয় অভ্যুত্থানের চেষ্টা। এ ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৬১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক। নিহত বাকিরা অভ্যুত্থানকারী। আহত হয়েছেন আরো ১ হাজার ৪৪০ জন। 
 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates