ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে দেশটির সংসদ। খবর বিবিসির।
নিস শহরে গত সপ্তাহে সন্ত্রাসী হামলার পর দেশটির সংসদ এ সিদ্ধান্ত নিল। এ নিয়ে ফরাসি সংসদ চতুর্থবারের মতো জরুরি অবস্থার মেয়াদ বাড়াল।
ফ্রান্সের জাতীয় সংসদের নিম্ন কক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র সদস্যরা বুধবার কয়েক ঘণ্টা বিতর্ক শেষে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেয়।
জরুরি অবস্থা বহাল থাকার কারণে ফরাসি সরকার আদালতের নির্দেশ ছাড়াই যেকোনো ব্যক্তিকে গৃহবন্দী করে রাখতে পারে। এছাড়া, ওয়ারেন্ট বাদেই যেকোনো ব্যক্তিকে তল্লাশি করা যায়।
প্যারিসের ছয়টি জায়গায় গত নভেম্বরে একযোগে চালানো সন্ত্রাসী হামলায় অন্তত ১৩০ জন নিহত ও ৩৫০ জন আহত হওয়ার পর ফ্রান্স সরকার দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস এ ঘটনার দায় স্বীকার করেছিল। নতুন করে মেয়াদ বাড়ানোর ফলে ফ্রান্সে জরুরি অবস্থা শেষ হবে ২০১৭ সালের জানুয়ারি মাসে।
Wednesday, July 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment