Social Icons

Tuesday, July 19, 2016

ব্রাজিল জুড়ে বইছে অলিম্পিকের ঝড়

অলিম্পিকের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র ক'দিন। তাই সেই জোয়ারে ভাসছে আয়োজক শহর ব্রাজিলের রিও ডি জেনেইরোর অলিগলি।
সেই ধারাবাহিকতায় শিল্পীর সুনিপুন হাতে ৬ মহাদেশের পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মুখচ্ছবি দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দেয়াল চিত্র। চলুন দেখে আসি ব্রাজিলের চিত্র শিল্পীর সেই অনন্য চিত্রকর্ম।
অলিম্পিক জ্বরে কাঁপছে পুরো ব্রাজিল। যা ফুটে উঠেছে আয়োজক শহর রিও ডি জেনেইরো শহরের প্রতিটি অলিতে গলিতে। এর বেশিরভাগ কাজই করেছে রিও অলিম্পিকের আয়োজক কমিটি। তবে, আয়োজকদের নানান প্রস্তুতির সাথে এবার শামিল হলেন দেশটির এক স্ট্রিট আর্টিস্ট। যার হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বড় এক দেয়াল চিত্র।
প্রায় ৩ হাজার বর্গ মিটারের এই চিত্রকর্মে ফুটে উঠেছে আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মুখচ্ছবি। এতে ফুটে উঠেছে মহাদেশগুলোর সংস্কৃতি ও রীতি-নীতি।
স্ট্রীট আর্টিস্ট এডুয়ার্ডো কোবরা বলেন, "আমি মহাদেশের প্রতিনিধিত্ব করা অলিম্পিকের পাঁচটি রিং থেকে অনুপ্রেরণা নিয়ে এই কাজটি করছি। আর নৃ-গোষ্ঠীর মানুষেরাই এসব মহাদেশের মূল অধিবাসী। তাই তাদের মুখচ্ছবি ফুটিয়ে তুলেছি"।
ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেয়া স্ট্রিট আর্টিস্ট কোবরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে 'দ্যা কিস' নামে বিচিত্র চলচ্ছবি ও লস অ্যাঞ্জেলসে আলবার্ট আইনস্টাইনের পোট্রেইট এঁকে এরই মধ্যে খ্যাতি অর্জন করেছেন। তাই এবার বিশ্বের সবচেয়ে বড় দেয়াল চিত্র একে নিজ দেশে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিককে স্মরণীয় করার উদ্যোগ নিয়েছেন তিনি।
স্ট্রীট আর্টিস্ট এডুয়ার্ডো কোবরা আরো বলেন, "আমি সারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। প্রায় ২০টি দেশে নিজের কাজকে ছড়িয়ে দিয়েছি। যদিও, কখনোই রিও'তে কিছুই করা হয়নি। তাই রিও'র এই পরিত্যক্ত এলাকাকেই বেছে নিয়েছি আমার দেয়াল চিত্রের জন্য। যা অলিম্পিকে আসা অতিথিদের জন্য দর্শনীয় স্থান হিসেবে পরিণত হবে বলে মনে করছি"।
১৫ মিটার উচ্চতার এই দেয়াল চিত্রটি ৫ আগস্ট অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের এক সপ্তাহ আগে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates