এদিকে গ্রীষ্মকালীন এই অলিম্পিক আয়োজনের জন্য ব্রাজিলের রিও ডি জেনেরিও পুরোপুরি প্রস্তুত বলে জানান, শহরটির মেয়র এদুয়ার্দো পায়েস।
সন্ত্রাসীদের একের পর এক হামলার ঘটনায় আতঙ্কিত পুরো বিশ্ব। তবে আতঙ্কের মাত্রাটা কিছুটা হলেও বেশি ব্রাজিলে। কারণ আর কদিন পরেই যে ব্রাজিলের রিও ডি জেনেইরোর মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক।
নিস ও প্যারিস হামলার তদন্ত করতে গিয়ে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা জানতে পারে, সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট ব্রাজিলের রিও। আর এমন খবরে আতঙ্কিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় ব্রাজিলের জন্য। তাই জিকা ভাইরাসের পাশাপাশি এখন ব্রাজিল সরকারের চিন্তার কারণ নিরাপত্তা।
২০১৪ বিশ্বকাপের আগেও ব্রাজিলে সন্ত্রাস হামলার আশঙ্কা ছড়িয়েছিলো। তারপরও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় ২০১৪ বিশ্বকাপ। তাই এবার রিও অলিম্পিকও কোন রকম দুর্ঘটনা ছাড়াই আয়োজন করাটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ব্রাজিল সরকার।
এ উপলক্ষে অবশ্য ইতোমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দেশটি। তারই ধারাবাহিকতায় রিও ডি জেনেইরোর রেলস্টেশনে আয়োজন করা হয় এক নিরাপত্তা মহড়ার। যেখানে জিম্মি হওয়া মানুষকে উদ্ধার করা, বোমা হামলা, কেমিক্যাল অ্যাটাকের মত নাশকতা এড়ানোর কৌশল ছাড়াও ছিলো সেনাবাহিনীদের হেলিকপ্টার ও দলগত বিভিন্ন কৌশলে নিরাপত্তার মহড়া।
অলিম্পিকের আঞ্চলিক নিরাপত্তা সমন্বয়কারী ক্রিস্টিয়ানো বারবোসা বলেন, "আমরা এখনও হলুদ সংকেতেই আছি। যেকোনো ধরণের নাশকতা সামাল দিতে আমাদের নিরাপত্তা কর্মীরা প্রস্তুত। ব্রাজিলের ওপর হামলা হওয়ার তথ্য যদি সত্যিই প্রমাণিত হয়, সেক্ষেত্রে সব রকম নিরাপত্তা ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেয়া হবে"।
রিও অলিম্পিককে কেন্দ্র করে প্রায় ৫ লাখ দর্শক ভিড় জমাবেন ব্রাজিলে। তাই অ্যাথলেটদের পাশাপাশি দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, স্পেন ছাড়াও প্রায় ১২টি দেশ পাশে থাকবে ব্রাজিলের।
এদিকে রিও ডি জেনেরিও অলিম্পিক আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান শহরটির মেয়র এদুয়ার্দো পায়েস।
মেয়র এদুয়ার্দো পায়েস বলেন, "অবকাঠামোগত প্রস্তুতি ছাড়াও, নিরাপত্তা জনিত সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি। তাই বলতে পারি কোন রকম ঝামেলা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর একটা অলিম্পিকের আয়োজন আমরা করতে যাচ্ছি"।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠবে রিও অলিম্পিকের।
সূত্রঃ স্টার স্পোর্টস
No comments:
Post a Comment