চাঁদপুরের কচুয়ায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যাঙ্গাত্মক ছবি ও কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে এমএ মোতালেব মিজি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সকালে চাঁদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক ফিরোজ ও এএসআই নাছির উদ্দিন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মোতালেব জগতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মোতালেব তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ উস্কানিমূলক পোস্ট দিয়ে আইনশৃংখলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা চালাচ্ছিল।
বিষয়টি আইনশৃংখলা বাহিনীর দৃষ্টিগোচর হলে গত ২৮ জুলাই তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়।
কচুয়া থানার ওসি একেএমএস ইকবাল জানান, রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস দেয়ায় এমএ মোতালেবকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment