দুজনই আর্জেন্টিনার তারকা ফুটবলার। একজন অবসর নিয়েছেন অনেক আগেই। আরেকজন অবসরের ঘোষণা দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন। একজন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা। অন্যজন লিওনেল মেসি।
বেশ কিছুদিন হলো বার্সা তারকা মেসি যেন ম্যারাডোনার চোখের বিষ হয়ে গেছেন। বিভিন্ন সময় মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
মেসি যখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন ম্যারাডোনা তাকে জাতীয় দলে আর না ফেরার কথা বলেছিলেন।
অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দেয়ার পর মেসির অবসরকে আবার সাজানো নাটক বললেন ম্যারাডোনা।
রেডিও লা রেডের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, মেসির অবসর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যারাডোনা।
ম্যারাডোনা বলেছেন, 'আমি জানি না, মেসি হয় তো তিনটি ফাইনালে হারের দুঃখ ভুলাতে, মানুষের দৃষ্টি অন্যদিকে নিতে অবসরের ঘোষণা দিয়ে নাটক করেছিল কি না।'
তিনি বলেন, 'যে ছেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিল এবং মাত্র সপ্তাহ খানেকের ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও দলে ফিরল।'
ম্যারাডোনা আরও বলেন, 'আমি এখন যে কথাগুলো বলেছি এটা শুধুই আমার ধারণা থেকে। এটা ভুলও হতে পারে।'
প্রসঙ্গত, কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। ওই ম্যাচে মেসি নিজেও গোল করতে ব্যর্থ হন। এরপরই সব দায় নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
পরে আর্জেন্টাইন দলের নতুন কোচ বাউজা মেসির সঙ্গে দেখা করে তার সিদ্ধান্ত পরিবর্তন করান। আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দেন মেসি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment