সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর চারপাশ জুড়ে লড়াই তীব্র হয়ে উঠেছে। সরকারি বাহিনীর অবরোধ ভাঙার চেষ্টা করছে বিদ্রোহীরা। ফলে লড়াই তীব্রতর হয়ে উঠেছে সেখানে।
বিবিসি জানিয়েছে, শহরটির পূর্ব দিকের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিন্তু সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ একটি এলাকাকে পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে পুনঃসংযুক্ত করতে রবিবার থেকে আক্রমণ শুরু করেছে আসাদ বিরোধী যোদ্ধারা। কৌশলগত রামৌসাহ এলাকায় সরকারি বাহিনীর অবস্থানের নিচের মাটির তল দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে সেখানে ব্যাপক শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটায় বিদ্রোহীরা।
সরকারি বাহিনীও পাল্টা আক্রমণে বিদ্রোহীদের রুখে দেওয়ার চেষ্টা করে। এসময় রাশিয়ার জঙ্গি বিমানগুলো বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে সরকারি বাহিনীকে সাহায্য করে। গত মাস থেকে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো অবরোধ করে রেখেছে সরকারি বাহিনী। এসব এলাকায় প্রায় আড়াই লাখের মতো বেসামরিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে।


No comments:
Post a Comment