ঢাকা থেকে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ার ওয়েজের একটি ফ্লাইটের চাকায় আগুন লেগেছে।
সকাল ১১ টা ৪০ মিনিটে উড্ডয়নের আগে বোয়িং ৭৩৭ বিমানের চাকায় আগুন লাগে এবং নোজ হুইলে ত্রুটি দেখা দেয়।
আগুন লাগার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এমন দাবি করেছেন বিমানে অবস্থানরত অবস্থানরত যাত্রীরা। আগুন লাগার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ ঘন্টা বিমানটি রানওয়েতে পড়ে ছিল।
ফলে এসময় বন্ধ ছিলো সব ধরনের বিমান চলাচল। বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ২০০ যাত্রী ছিল। যারা সবাই এখন নিরাপদে রয়েছে।
দুর্ঘটনার পর ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
আগুন লাগার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এমন দাবি করেছেন বিমানে অবস্থানরত অবস্থানরত যাত্রীরা। আগুন লাগার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ ঘন্টা বিমানটি রানওয়েতে পড়ে ছিল।
ফলে এসময় বন্ধ ছিলো সব ধরনের বিমান চলাচল। বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ২০০ যাত্রী ছিল। যারা সবাই এখন নিরাপদে রয়েছে।
দুর্ঘটনার পর ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment