নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম পুলিশের নলেজের মধ্যেই রয়েছেন বলে মন্তব্য করেছেন আইজিপি এ কে এম শহিদুল হক। মঙ্গলবার সকালে পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
উল্লেখ্য, হাসনাত রেজা করিম কোথায় আছেন এ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এর আগে সাংবাদিকদের কাছে ডিএমপির অ্যাডিশনাল কমিশনার মনিরুল ইসলাম বলেন, হাসনাত রেজা করিমকে ছেড়ে দেয়া হয়েছে। অপরপক্ষে হাসনাত করিমের বাবা রেজাউল করিমের অভিযোগ করেন তার ছেলে বাসায় ফেরেনি।
গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় হাসনাত রেজা করিম সপরিবারে ঐ রেঁস্তোরয়া গিয়েছিলেন। জিম্মি উদ্ধার অভিযান শেষে তার বের হওয়া এবং সেখানে জঙ্গিদের সঙ্গে রহস্যজনক চলাফেরার এক ভিডিও ফুটেজ প্রকাশ পায়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ হাসনাত করিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ রয়েছে, হাসনাত রেজা করিম নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ অনুষদে শিক্ষকতা করার সময় হিযবুত তাহরীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়।
কল্যাণপুরের নিহত নয় জঙ্গির মধ্যে দুইজন মার্কিন নাগরিক রয়েছেন। এরা হলেন-সেজাদ রউফ অর্ক ও তাজ-উল-ইসলাম রাশিক।গত বছর ধানমন্ডির ১১/ এ রোডের ৭২ নম্বর বাড়িতে হাসনাত রেজা করিম দুই দফায় গিয়ে রাসিকের সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, রাশিক নর্থ সাউথ ইউনিভার্সিটির হিযবুত তাহরীর সদস্য ছিলেন।
No comments:
Post a Comment