Social Icons

Thursday, August 18, 2016

ছেলের বিয়েতে গিয়ে নিজেই বিয়ে করলেন সাদেক বাচ্চু !

ঢাকাই চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা সাদেক বাচ্চু। চারদিকে তার বেশ সুনাম রয়েছে। সম্প্রতি ছেলেকে বিয়ে করাতে গিয়ে নিজেই বিয়ে করলেন এই অভিনেতা। হঠাৎ এমন এক কাজ করে বসবেন তিনি তা কেউ আন্দাজ করতে পারেন নি।
দোষটা অবশ্য তাকেও দেয়া যায় না। কারণ বিয়ের জন্য রওনা দিলে মাঝপথে তার ছেলে পালিয়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে মেয়ের বাবাকে দেয়া কথা রাখতে নিজেই বিয়ে করে ফেলেন তিনি। নতুন বউকে নিয়ে বাড়িতে ফিরলে এমনটাই মনে করেন তার পরিবারের সদস্যরা। ঘটনাক্রমে জানা যায় আসল ঘটনা। ছেলেকে শিক্ষা দিতেই মিথ্যা বিয়ের আশ্রয় নিয়েছেন তিনি।
সাদেক বাচ্চুর এমন ঘটনায় অনেকেই অবাক হতে পারেন। অবাক হওয়ার কিছু নেই। বাস্তব জীবনে নয়, উপরের ঘটনাটি একটি নাটকের। মঈন খান রুপির রচনা ও পরিচালনায় ‘বধূ তুমি কার’ শিরোনামের হাস্যরসের গল্প নিয়ে নির্মিত এই স্বল্প ধারাবাহিক নাটকে এমনই চরিত্রে পর্দায় হাজির হবেন সাদেক বাচ্চু।
ড্রিম আই প্রযোজিত এই নাটকে সাদেক বাচ্চুর পাশাপাশি আরো অভিনয় করেছেন জয়রাজ, তুষার মাহমুদ, প্রকৃতি, মনিষা, আমানুল হক হেলাল, শেখ মাহাবুবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন ড্রিম আইয়ের কর্ণধার আদিত্য রহমান।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates