অলিম্পিক ফুটবলের ফাইনালে অধিনায়ক ম্যাক্স মায়ারের গোলে ১-১ গোলে সমতায় ফিরেছে জার্মানি।
এর আগে প্রথমার্ধে প্রতিপকক্ষ ব্রাজিলের অধিনায়ক নেইমারের গোলে পিছিয়ে পড়েছিল জার্মানি। তবে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে উপর্যুপরি আক্রমণের ধারাবাহিকতায় গোল পায় তারা।
খেলার ৫৯ মিনিটে জেরেমি টলজানের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিং দেন ম্যাক্স মেয়ার। এতেই গোলের দেখা পায় জার্মানি।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত আড়াইটায় রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অলিম্পিকের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ফুটবলের দুই পরাশক্তি।
প্রথমার্ধে অতিরিক্তি সময়ে নেইমারের নেয়া ফ্রি কিক থেকে গোল পায় বিশ্বকাপ ফুটবলের পাঁচবারের শিরোপা জয়ী ব্রাজিল। তবে গোল না পেলেও এখন পর্যন্ত মাঠে ভালো খেলছে জার্মানি।
আজকের এ ম্যাচে জয় পেলে একদিকে অলিম্পিক ফুটবলে ব্রাজিলের অধরা সোনা জয়ের স্বপ্নপূরণ হবে।
অন্যদিকে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হতাশাজনক হারের প্রতিশোধও নেয়া হবে।
তবে ব্রাজিলের কোচ রোজারিও মিকালে আগেই বলে রেখেছেন, আজকের এ ম্যাচে 'ব্রাজিল প্রতিশোধের জন্য নয় বরং নিজের গৌরবের জন্য লড়বে'।
ব্রাজিলের ডিফেন্ডার ডগলাস সান্তোসও কোচের সঙ্গে গলা মিলিয়ে বলেন, 'বিষয়টা প্রতিশোধ নয় বরং মারাকানা সেই ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতি ভোলার একটা মোক্ষম সুযোগ। কারণ এখনও আমাদের সমর্থকরা হতাশাজনক সেই হার নিয়ে কথা বলে। আমরা সেই ব্যাপারটা পাল্টে দিতে পারি।'
তবে ব্রাজিল যাই বলুক না কেন জার্মানি শক্ত প্রতিপক্ষ। এবারের অলিম্পিকে দলটি দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলছে। এ পর্যন্ত ২১টি গোল করেছে তারা। ফাইনাল ম্যাচেও আক্রমণাত্মক ফুটবলই খেলছে তারা।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment