Social Icons

Thursday, August 18, 2016

আলী ও পেলের পাশে তার নাম লেখার দাবি বোল্টের!

বিশ্ব মিডিয়াকে বিরাট এক চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন উসাইন বোল্ট! আজ বাংলাদেশের সকালে রিওর (রাতে) ২০০ মিটার জিতে গড়েছেন ইতিহাস। অলিম্পিকের ১০০ ও ২০০ মিটার 'ডাবল' জয়ের 'ট্রিপল' গড়েছেন। যে রেকর্ড ইতিহাসে এই প্রথম। আর কখনও হবে কি না কে জানে! স্পোর্টসের 'গ্রেটেস্ট' বলতে দুজনকে বোঝায়। মোহাম্মদ আলী ও পেলে। বোল্ট দেখতে চান ২০০ মিটারের ইতিহাস লেখার পর মিডিয়া তার কথা কিভাবে লেখে। আলী ও পেলের পাশে তার নাম লেখার দাবি জ্যামাইকান বিদ্যুতের।
এমন দাবি বোল্টকেই মানায়। আজ ২০০ মিটার না জিতলেও কি স্প্রিন্টের গ্রেটেস্ট বোল্ট নন! আগেই তো তিন অলিম্পিকে সাতটি সোনা তার। এবং প্রতিটিতে অবিসংবাদিত। এই মর্ত্যে তার চেয়ে সেরা ক্যারিশমাটিক স্প্রিন্টার তো আসেনি কখনোই। রিওর অলিম্পিকে আসার আগেই শুধু অলিম্পিক নয়, সব মিলিয়ে অমরত্ব পেয়েছেন বোল্ট। এখন টানা দুই জয়ের পর খেলার 'গ্রেটেস্ট' তকমাটাও চাই তার। বিশ্বের ক্রীড়া ইতিহাসেই যে একেবারে ভিন্ন উচ্চতার একজন বোল্ট।
"আমি গ্রেটেস্টদের একজন হওয়ার চেষ্টা করছি। আলী ও পেলেদের একজন হতে চাইছি।" ১৯.৭৮ সেকেন্ডে রিওর ২০০ মিটার জয়ের পর বোল্টের ঘোষণা ও মিডিয়াকে একরকম চ্যালেঞ্জ, "আপনারা কাল কি লেখেন তাই দেখার অপেক্ষায় আছি আমি। মিডিয়া কি বলে তাই দেখতে চাই। আমাকে ওদের মধ্যে রাখে কি না দেখতে চাই।" সংবাদ সম্মেলনে বোল্ট বলেছেন, "আমার ক্যারিয়ারের পুরোটা জুড়ে খেটেছি এই মুহূর্তটির জন্য। আশা করি খেলাধুলার অন্যতম গ্রেটেস্ট আমাকে বলা যায়। এটাই আমার মনোযোগে ছিল।"
অবশ্য বোল্ট আবারো জানিয়ে গেলেন এটাই তার শেষ অলিম্পিক। সব মিলিয়ে ১৯টি অলিম্পিক ও বিশ্ব টাইটেল জেতা জোর দিয়েই বললেন, অলিম্পিকে শেষ ব্যক্তিগত দৌড়টা দৌড়ে ফেলেছেন। "বিশ্বের কাছে আমি প্রমাণ করেছি যে আমি গ্রেটেস্ট। এর জন্যই আমার এখানে আসা।" আলী যেমন নিজেকে গ্রেটেস্ট ঘোষণা করেছিলেন বোল্টও তেমন ঘোষণা দিয়ে বলেছেন, "এই কারণেই বলি এটা আমার শেষ অলিম্পিক। আমার আর কিছু প্রমাণের নেই। আটবারের অলিম্পিক সোনা জেতা অনেক বড় ব্যাপার। এটা ধাক্কা খাওয়ার মতো। আমি নিজেকে সেরা বানাতে চেয়েছি। আমার আর কিছু করার নেই।"
২৯ বছরের বোল্টের চলে যাওয়া মানে স্প্রিন্টের গ্ল্যামার অনেক কমে যাওয়া। কিন্তু চলে যাবেন তিনি। তার আগে অবশ্য আরেকটি ইতিহাস গড়ার কাজ বাকি আছে। ৪X১০০ মিটার রিলে। আগের দুই অলিম্পিকেও জিতেছেন। এবার জিতলে সব মিলিয়ে 'ট্রিপল ট্রিপল' হবে। বোল্ট ও তার সতীর্থদের যা ফর্ম তাতে সেই ইতিহাসটা তার পায়ে লুটিয়ে পড়তে রিওতে অপেক্ষায় যেন!

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates