ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন নেইমারের তা আছে বলে মনে করেন তিতে। তবে তারকা এই ফরোয়ার্ডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন দেশটির নতুন কোচ।
ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জেতানোর পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন দেশটির তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য গত সোমবার দল ঘোষণার পর তিতে জানান, নেইমারের বিকল্প খুঁজতেও তৈরি তিনি।
“সে বলেছে, ‘আমি অধিনায়ক হতে চাই না’। আমি তাকে বলেছি, ‘তোমার পরিবারের সঙ্গে এটা (অলিম্পিক ফুটবল জয়) উপভোগ করো। যাও এবং জয়টা উদযাপন করো কারণ এটা (নেতৃত্বের বিষয়) আমরা পরেও দেখতে পারি’।”
৫৫ বছর বয়সী তিতে বলেন, “সংক্ষেপে বললে, তার (নেতা হওয়ার) গুণগুলো আছে; কিন্তু অন্যরাও এটা (অধিনায়ক) হতে পারে।”
২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বর্তমানে ৬ নম্বরে রয়েছে ব্রাজিল। দায়িত্ব নেওয়ার সময় তিতে বলেছিলেন, রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করাটা এবার ব্রাজিলের জন্য কঠিন হবে।
দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষে থাকা চারটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যাবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ।
No comments:
Post a Comment