যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বন্যাকবলিত লুইজিয়ানা সফর করেছেন। এ সময় তিনি লুইজিয়ানায় না যাওয়ার জন্য ওবামার কঠোর সমালোচনা করেন। সেখানে স্মরণকালের ভয়াবহ দুর্যোগের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
ট্রাম্প ও তার মনোনীত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্থানীয় রিপাবলিকান দলের নেতা ও জরুরি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কয়েকদিন আগেও এসব এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে ছিল।
এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মঙ্গলবার লুইজিয়ানা সফরের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের সমালোচনার পর তিনি এ ঘোষণা দিলেন। ট্রাম্প সমালোচনা করে বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রেসিডেন্ট অবকাশ যাপনে ব্যস্ত রয়েছেন।
পরে ওই দিন মিশিগানে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘সত্যি কথা বলতে কি ওবামাকে এখন গল্ফ কোর্স থেকে বেরিয়ে সেখানে যাওয়া উচিৎ। উল্লেখ্য, বুধবার প্রেসিডেন্টের গল্ফ খেলার কথা রয়েছে। -এএফপি


No comments:
Post a Comment