বিশ্ব অপেক্ষায় ছিলো তার ট্রিপলের। বারবারই নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ে নামা উসাইন বোল্ট ভক্তদের হতাশ করলেন না। ৪*১০০ মিটার রিলেতে বোল্টের জ্যামাইকা দলকেও পেছনে ফেলতে পারলো না কেউ। সব শেষে ব্যাটন হাতে নিয়ে বরাবরের মতোই অনায়াসে সবার আগে দৌড় শেষ করলেন বিশ্বের দ্রুততম মানব। বিশ্ব দেখলো অতিমানবীয় রেকর্ড।
‘ট্রিপল ট্রিপল’ গড়ে নিজেকে নিয়ে গেলেন প্রায় ধরা ছোঁয়ার বাইরে।
আগেই ঘোষণা দিয়েছিলেন, রিও অলিম্পিকই হবে তার শেষ অলিম্পিক। বিদায়ের আগে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। ২৯ বছর বয়সী ১০০মিটার, ২০০ মিটার ও রিলে তিনটি ইভেন্টেই স্বর্ণ জেতা একমাত্র স্প্রিন্টার।
রিও অলিম্পিক রিলেতে তার সঙ্গে ছিলেন আসাফা পাওয়েল, ইয়োহান ব্লেক ও নিকেল অ্যাশমিয়াড। ৪০০ মিটার রিলে শেষ করতে তারা সময় নেন ৩৭.২৭ সেকেন্ড।
২০১৭ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর ক্যারিয়ারের ইতি টানবেন বোল্ট। বিবিসি


No comments:
Post a Comment