সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও বিদ্রোহীদের অভিযানের মুখে মানবিজ শহর ছেড়ে পালানোর সময় বেসামরিক জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। ‘মানবঢাল’ ব্যবহার করার দৃশ্যটি আকাশ থেকে তোলা ছবিতে ধরা পড়ে।
সিরিয়ার বিদ্রোহী ডেমোক্র্যাটিক ফোর্সেস জানিয়েছে, কয়েকশ গাড়ির একটি বহরে বেসামরিক মানুষদের বর্ম হিসেবে ব্যবহার করে জঙ্গিদের পালাতে দেখা গেছে। এদিকে আলেপ্পোয় ত্রাণ ও ওষুধ সরবরাহের জন্য শর্তসাপেক্ষে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
জঙ্গিরা মানবিজ থেকে উত্তরের দিকে যাচ্ছে। মানব ঢাল থাকায় ওই গাড়িবহরে মার্কিন নেতৃত্বাধীন জোট হামলা চালায়নি। মার্কিন জোটের মুখপাত্র কর্নেল ক্রিস গার্ভার বলেন, মানবিজ হাতছাড়া হওয়ার বিষয়টি নিশ্চিত বুঝতে পেরে জঙ্গিরা তাদের পরিবার, সমর্থক ও বেসামরিক বন্দীদের জড়ো করে। তাদের সংখ্যা প্রায় এক থেকে দুইশ’। এরপর তাদের উত্তরমুখী বহরের প্রতিটি গাড়িতে বেসামরিক মানুষদের তুলে নেয়। আমরা তাদের ওপর গুলি না করলেও নজর রাখছি।
এদিকে আলেপ্পোর বিষয়ে জাতিসংঘের দূত স্টাফেন দে মিসতুরা বলেছেন, প্রতি সপ্তাহে অন্ততপক্ষে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি দরকার। বিদ্রোহী অধ্যুষিত এলাকা এবং সরকার নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় এলাকায় ত্রাণ ও ওষুধ পৌঁছাতে এটা প্রয়োজন। তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শর্তসাপেক্ষে এক সপ্তাহে তারা এ যুদ্ধবিরতিতে রাজি আছে। তবে এটা অনির্দিষ্ট সময় ধরে করার পক্ষে তারা নন। অবশ্য এ জন্য দুই পক্ষের হাতেই যথেষ্ট সময় রয়েছে। এর মাধ্যমে আলোচনার পথ ধরে এর একটা সমাধানে যাওয়া যেতে পারে। জাতিসংঘ দূত রাশিয়ার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সূত্র: বিবিসি,আল জাজিরা


No comments:
Post a Comment