অবশেষে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে অধরা অধরা সোনা জয়ের স্বপ্নপূরণ করলো বিশ্বকাপ ফুটবলের পাঁচবারের শিরোপা জয়ী ব্রাজিল।
তবে স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়ানো জার্মানির সঙ্গে লড়তে নেমে ব্রাজিলকে কম ঘাম ঝরাতে হয়নি।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও প্রাণপণে লড়েছে জার্মানি। অবশেষে ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। যাতে ভাগ্যের জোরে ব্রাজিল ৫-৪ গোলে জয় পায়।
এর আগে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অলিম্পিকের ফাইনাল ম্যাচে প্যানাল্টিতে মুখোমুখি হয় ফুটবলের দুই পরাশক্তি।
শুরুতেই দুই দল প্রাণপণ লড়াইয়ে নামে। জার্মানি আক্রমণাত্মক খেলে ব্রাজিলকে চাপের মুখে রাখা চেষ্টা করে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে নেয়া অধিনায়ক নেইমারের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ব্রাজিল।
এরপর খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে উপর্যুপরি আক্রমণ চালায় জার্মানি। খেলার ৫৯ মিনিটে জেরেমি টলজানের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিং দেন ম্যাক্স মেয়ার। এতেই গোলের দেখা পায় জার্মানি।
খেলার বাকি সময় দু'দলের কেউই আর গোলের দেখা পাননি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু প্রবল প্রতিপক্ষ দু'দলের কেউই জালে বল জড়াতে পারেননি।
শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইব্রেকারে। জার্মানির পিটারসেনের বলকে রুখে দেন ব্রাজিলের গোল রক্ষক উইভারটন। এতেই ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে জয় পায় ব্রাজিল।
আজকের এ ম্যাচে জয় পেয়ে ব্রাজিল যেমন অধরা সোনা জয়ের স্বপ্নপূরণ করলো, তেমনি ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হতাশাজনক হারের বেদনাও অনেকাংশে লাঘব করলো।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment