আপনি যদি অলিম্পিক উপলক্ষে ব্রাজিল ভ্রমণ করতে চান তাহলে পাসপোর্ট-ভিসা, টিকিট নিয়ে চিন্তা না করলেও চলবে। কারণ স্বশরীরে ভ্রমণ ছাড়াও রয়েছে ভার্চুয়াল ভ্রমণের ব্যবস্থা। আর ৩৬০ ডিগ্রি ভিডিওতে সে ভ্রমণের ব্যবস্থা করেছে টেক জায়ান্ট গুগল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে লাইভ সায়েন্স।
২৯ জুলাই গুগল অলিম্পিক উপলক্ষে নানা ভেনুতে তাদের ভার্চুয়াল ভ্রমণের সে ব্যবস্থাটি চালু করেছে। এতে ইন্টারঅ্যাকটিভ ভিডিওতে দারুণ দৃশ্য দেখা যাবে অলিম্পিকের।

অলিম্পিকের নানা স্থানের ভিডিও দেখার জন্য এ প্রকল্পটিতে ১.৪ মিলিয়ন মানুষের রিও নগরীর প্রায় ২০ শতাংশ এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গুগল এক পোস্টে জানিয়েছে। এ এলাকাটির ম্যাপ তৈরি করা হয় গুগলের অন্য একটি প্রকল্পের আওতায়।
অলিম্পিকের নানা স্থানের ভিডিও দেখার জন্য এ প্রকল্পটিতে ১.৪ মিলিয়ন মানুষের রিও নগরীর প্রায় ২০ শতাংশ এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গুগল এক পোস্টে জানিয়েছে। এ এলাকাটির ম্যাপ তৈরি করা হয় গুগলের অন্য একটি প্রকল্পের আওতায়।
আগামী ৫ আগস্ট মারাকানা স্টেডিয়ামে ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে ২৮টি খেলার ৪১টি বিভাগে মোট ৩০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। আর এ উপলক্ষে এবারের প্রতিযোগিতায় কসোভো ও দক্ষিণ সুদানসহ ২০৬টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) থেকে ১০,৫০০ জনেরও বেশি ক্রীড়াবিদ তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন অপেক্ষা চূড়ান্ত খেলার।
বিস্তারিত দেখার জন্য ভিজিট করুন- Rio: Beyond the Map
বিস্তারিত দেখার জন্য ভিজিট করুন- Rio: Beyond the Map


No comments:
Post a Comment