Social Icons

Friday, August 5, 2016

অলিম্পিকে বাংলাদেশের খেলার সময়সূচী

আর কয়েকঘন্টা পর আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে রিও’র বিখ্যাত মারাকানা স্টেডিয়াম। যাপিত জীবনের নানা সমস্যা ভুলে ব্রাজিলবাসী মেতে উঠবে অলিম্পিকের জোয়ারে। সেই সাথে মাতবে গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। প্রযুক্তির কল্যাণে ব্রাজিলের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সারা পৃথিবীর কোটি কোটি মানুষ। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় মারাকানা স্টেডিয়ামে হবে এবারের আসরের জমকালো উদ্বোধন। ২১ আগস্ট পর্দা নামবে রিও অলিম্পিকের।
বিকালের পর থেকেই স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করবেন ৭৮,০০০ দর্শক এবং ১১ হাজারের বেশি অ্যাথলেট। দক্ষিণ আমেরিকার প্রথম অলিম্পিক গেমসের উদ্বোধনী সেশন মাঠে বসে উপভোগ করবেন প্রায় ১২টি দেশের রাষ্ট্রপ্রধানরা। টানা দুই সপ্তাহ ধরে দর্শকরা উপভোগ করবেন ক্রীড়াবিদদের অনন্য প্রতিযোগিতা।
এবারের অলিম্পিক গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বাংলাদেশের আর্চার শ্যামলি রায় লড়াইয়ে নামছেন। বাংলাদেশ সময় রাত ১০টায় র‍্যাঙ্কিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তিনি।

দেখে নিন বাংলাদেশের প্রতিযোগীদের প্রতিযোগিতার সূচী:
৮ আগস্ট শ্যুটিংয়ের লড়াইয়ে নামবেন আব্দুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এই শ্যুটার সেদিন সন্ধ্যা ৬টায় বাছাই প্রতিযোগিতায় নামবেন। তার ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল।
১১ আগস্ট থেকে শুরু হবে সাঁতার প্রতিযোগিতা। রাত ১০টায় ৫০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশি সাঁতারু মাহফিজুর রহমান সাগরের বাছাই প্রতিযোগিতা শুরু হবে।
১১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় প্রথমবারের মত অলিম্পিকে সরাসরি অংশ নেওয়া বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানের গলফ প্রতিযোগিতা শুরু হবে।
১২ আগস্ট নারী অ্যাথলেটদের বাছাই। ১০০ মিটার দৌড়ে রাত ৯টায় শিরিন আক্তার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন।
১২ আগস্ট রাত ১০টায় নারীদের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে নামবেন সোনিয়া আক্তার।
১৩ আগস্ট পুরুষদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নামবেন মেজবাহ আহমেদ। বাছাইয়ের এই প্রতিযোগিতা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates