২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে বাজেভাবে হেরে যায় ব্রাজিল। শক্তিশালী প্রতিপক্ষ জার্মানির কাছে কোনো পাত্তাই পায়নি দলটি।
এবার রিও অলিম্পিকে স্বাগতিকদের সামনে সেই ৭-১ গোলের হতাশাজনক হারের প্রতিশোধ নেয়ার পালা।
শনিবার রাতে অলিম্পিক ফুটবলের ফাইনাল ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে সবকিছু।
ব্রাজিল তার হারের প্রতিশোধ নেবে, নয়তো বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তিতে অলিম্পিকের সোনা অধরাই থেকে যাবে নেইমারদের।
তবে বাংলাদেশ সময় রাত আড়াইটার ফাইনাল ম্যাচে 'ব্রাজিল প্রতিশোধের জন্য নয় বরং নিজের গৌরবের জন্য লড়বে' বলে মন্তব্য করেছেন দলটির কোচ রোজারিও মিকালে।
জার্মানির বিপক্ষে ফাইনালটি দারুণ এক ম্যাচ হবে বলে মনে করেন তিনি।
ব্রাজিলের ডিফেন্ডার ডগলাস সান্তোসও কোচের সঙ্গে গলা মিলিয়ে বলেন, 'বিষয়টা প্রতিশোধ নয় বরং মারাকানা সেই ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতি ভোলার একটা মোক্ষম সুযোগ। কারণ এখনও আমাদের সমর্থকরা হতাশাজনক সেই হার নিয়ে কথা বলে। আমরা সেই ব্যাপারটা পাল্টে দিতে পারি।'
এর আগে প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো করতে না পারলেও সেমি-ফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ খুব ভালোভাবেই দেয় ব্রাজিল।
এবারের অলিম্পিকে জার্মানিও দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলছে। এ পর্যন্ত ২১টি গোল করেছে তারা।
সবকিছু মাথায় রেখে খেলার ধরণে পরিবর্তন আনার কথা ভাবছেন মিকালে।
তিনি বলেন, 'খেলার ধরণে পরিবর্তন আনার ভাবনা থাকতে পারে আমার, কিন্তু আমরা আমাদের খেলোয়াড়দের সেরাটা পেতে চাই।'
এখন শুধু দেখার পালা বিশ্বের লাখো-কোটি ভক্ত-দর্শকদের নিজেদের সেরা খেলা উপহার দিয়ে চমকে দিতে পারে কিনা নেইমার বাহিনী। নিতে পারে কি না মধুর প্রতিশোধ!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment