Social Icons

Wednesday, August 3, 2016

রিও অলিম্পিক মেডেলের দাম কত?

দু'দিন পরই ব্রাজিলে বসছে বিশ্বের সবচেয়ে বড় আসর। অলিম্পিক ২০১৬। মেডেলের জন্য সেখানে প্রতিদিন চলবে রুদ্ধশ্বাস লড়াই। শেষ রাতে যিনি বাজিমাত করবেন তাঁরই গলায় থাকবে এই মেডেল। কারো সোনার, কারোর রূপা, কারোর বা ব্রোঞ্জ। জানেন কি এই মেডেলের মূল্য কত? যদিও যে কোনো মেডেল অমূল্য। কিন্তু আম জনতার কাছে কৌতূহল সব সময় থাকেই সবচেয়ে মর্যাদাপূর্ণ এই মেডেলকে নিয়ে। জেনে অলিম্পিক মেডেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
* ২০১৬-র অলিম্পিকে তিন ধরনের (সোনা, রূপো, ব্রোঞ্জ) মেডেল রয়েছে, প্রতিটির ওজন প্রায় ৫০০ গ্রাম।
* গত লন্ডন অলিম্পিক থেকে এ বারের অলিম্পিকের পদক একটু ভারী, তবে সাইজে সমান।
* এবারে সোনার পদকে সোনা রয়েছে ৬ গ্রাম। রূপা রয়েছে ৪৯৪ গ্রাম।
* সোনার পদকের মূল্য কত? (৪৯৪গ্রাম x ০.৬৩ ডলার প্রতি গ্রাম) + (৬ গ্রাম x ৪২.৪০ ডলার প্রতি গ্রাম)= ৩১১.২২ ডলার + ২৫৪.৪০ ডলার = ৫৬৫.৬২ ডলার ( ভারতীয় মুদ্রায় যার দাম ৩৭ হাজার ৭৫০ টাকা)
* ৫০০ গ্রাম ওজনের হয়ে থাকে রূপোর পদক। যার মূল্য (৫০০ গ্রাম x ০.৬৩ ডলার প্রতি গ্রাম) = ৩১৫ ডলার (২১ হাজার টাকা)।
* ব্রোঞ্জ মডেলে ৯৭ শতাংশ কপার, ২.৫ শতাংশ জিঙ্ক ও ০.৫ শতাংশ টিন রয়েছে। এই মেডেলের বাজার মূল্য প্রায় ৪০০ টাকা।
* এবারে অলিম্পিকে প্রতিযোগীদের জন্য ৮১২টি স্বর্ণ পদক রয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৮৩ লক্ষ ৭২ হাজার টাকা।
* ২০১৬ অলিম্পিকে ১০০ জনের একটি দলকে নিয়োগ করা হয়েছিল ৫ হাজার মেডেল তৈরি করতে।
সূত্র: আনন্দবাজার

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates