মস্কোর কাছে ট্রাফিক পুলিশের উপর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বিবিসি বলছে, বুধবার দুই পুলিশ সদস্যের উপর হামলা চালানোর সময় উভয় হামলাকারীই গুলিতে নিহত হয়েছেন।
দুই হামলাকারীই মধ্য এশিয়া থেকে এসেছেন বলে জানা গেছে।
হামলাকারী দুজন আগ্নেয়াস্ত্র এবং কুড়াল নিয়ে মস্কোর পূর্বাংশে বালাসিকায় পুলিশের উপর হামলা চালিয়েছিলেন।
আইএস গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত সংবাদ সংস্থা আমাকের মাধ্যমে জঙ্গি এই গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে।
বুধবার রুশ বিশেষ বাহিনী সেন্ট পিটার্সবাগের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে পৃথক এক অভিযানে সন্দেহভাজন চার বিদ্রোহী-জঙ্গিকে হত্যা করে।
রাশিয়া উত্তর ককাসে দীর্ঘদিন ধরেই উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আইএসের পক্ষে লড়তে যে রুশ নাগরিকেরা সিরিয়ায় পাড়ি জমিয়েছেন তাদের বেশিরভাগই ওই অঞ্চল থেকে গেছেন।
Thursday, August 18, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment