Monday, August 22, 2016
নেইমারদের অভিনন্দন জানালেন কিংবদন্তি পেলে
বিশ্বকাপ জেতা হয়েছে পাঁচবার। ফুটবলের রাজত্ব নিয়েও কোনো সংশয় নেই। তবে কেন যেন অলিম্পিক সোনা ধরা দিচ্ছিল না। এবার ঘরের মাঠে অলিম্পিকেও যদি ব্রাজিল সোনা জিততে না পারত তাহলে এর চাইতে লজ্জার কিছু হতো না। তাই এমন বীরোচিত সোনা জয়ে অলিম্পিক ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। নিজের টুইটার একাউন্টে পেলে লেখেন, "আমি সারাজীবন ধরে অপেক্ষায় আছি কবে আমরা অলিম্পিক ফুটবলে সোনা জিতব। এবার আমার স্বপ্ন সত্যি হলো।" ৭৫ বছর বয়সী এই ফুটবল লিজেন্ড অন্য একটি টুইটে লেখেন, "বিশ্বকাপ জয়ের পর অলিম্পিকে সোনা জয় আমাদের জন্য আবশ্যক ছিল। কিন্তু কেন জয়ের কাছে গিয়েও হেরে যাচ্ছিলাম আমরা। কিন্তু এবার এই দুঃসময় কাটল। সারা পৃথিবী এখন ব্রাজিলকে বুকে টেনে নেবে।" রিও অলিম্পিকের ফাইনালে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জার্মানিকে হারায় ব্রাজিল। গত বিশ্বকাপে এই জার্মানির কাছেই ৭ গোল খেয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। রিও জেতার মাধ্যমে কিছুটা হলেও সেই হারের প্রতিশোধ তো নেওয়া হলো। এই জয়ের জন্য নেইমার বাহিনীকে অভিনন্দন জানান পেলে। রিও অলিম্পিকের সফল আয়োজনের জন্য এর সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, এই ব্রাজিল কিংবদন্তিকে রিও অলিম্পিকের মশাল প্রজ্বলনের অনুরোধ করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment