সমুদ্রবিলাসী মানুষের মন বার বার ছুটে যায় সমুদ্রের নীল জলের দিকে। প্রশান্তির হাতছানি দিয়ে ডাকে সমূদ্র, যে বিশ্রাম চায় তাকে দেয় শীতল আবেশ, যে রোমাঞ্চ চায় তার জন্য আছে অবাধ বিস্ময়ের ভান্ডার সমূদ্র তলদেশে। আন্দামান দ্বীপপুঞ্জের স্বচ্ছ জল হোক আর হোক বেলিজের নীল গহবর সমূদ্রের সব নীল এক নয়, সব উপত্যকায় তার ঢেউ একই ভাবে আচড়ে পড়ে না। সমূদ্রের স্বভাবের এই অনন্যতাই মানুষকে টানে, আগ্রহী করে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন বিচ থেকে তাকে দেখার জন্য।
পর্তুগাল বিখ্যাত চমৎকার বিচগুলোর জন্য। একই সাথে একে আনন্দময় করেছে উষ্ণ আবহাওয়া, সমুদ্রের জলের গরম স্পর্শ। আসুন জেনে নিই আর কী কী অপেক্ষা করছে পর্তুগালে-
লাগোস
আলগ্রেভের প্রাণবন্ত দক্ষিণ-পশ্চিম উপত্যকায় লাগোসের অবস্থান। লাগোস একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। ইতিহাস, কিংবদন্তি আর অসাধারণ ছবির মত সুন্দর বিচ লাগোসকে এনে দিয়েছে খ্যাতি। প্রতিবছর অসংখ্য পর্যটক লাগোস ভ্রমণে আসেন। লাগোসের ক্রিসেন্ট আকৃতির বীচটি সাঁতার কাটা এবং উইন্ডসার্ফিং এর জন্য একেবারে উপযুক্ত। Igreja de Santo António এর ১৮ শতকের চার্চ থেকে শুরু করে Castelo dos Governadores এর ওয়াচটাওয়ার পর্যন্ত শহরটির ঐতিহাসিক নিদর্শন মুগ্ধ করবে আপনাকে। ১৫ শতকের দেয়াল, রাস্তা সবকিছুই এক্সপ্লোর করার জন্য দারুণ।
Praia da Marinha
পোর্টিমাও এবং আলবুফেরিয়ার মাঝামাঝি এর অবস্থান। আলগ্রেভের অসাধারণ বিচগুলোর মাঝে এটি একটি। পর্তুগাল ভ্রমণে অনন্য এই বিচ সব পর্যটকদের আলাদা মনোযোগের দাবি রাখে। তবে মজার ব্যাপার হল বিচটি দেখতে যেমন অভূতপূর্ব সুন্দর তেমনি এর কাছে পৌছানোও বেশ কঠিন। লাইমস্টোনের ক্লিফ পেরিয়ে যেতে হবে আপনাকে এর রূপ উপভোগ করতে হলে। তাই পর্যটকের আগমন তুলনামূলক কম এখানে। পাথুরে উপত্যকা শুধু যে বিচটির সৌন্দর্য্য বাড়িয়েছে তাই ই নয় একই সাথে এটি স্নোরকেলিং এর অনন্য পরিবেশও তৈরি করেছে। আপনার রোমাঞ্চপ্রিয় মনকে নিয়ে যান এখানে। হতাশ হবেন না নিশ্চিত।
Sagres
শহরটির অবস্থান দক্ষিণ-পশ্চিম পর্তুগালে। ইউরোপ মহাদেশের ছোট্ট এই শহরটি আকারে ছোট হলেও তাৎপর্য্যে কিন্তু কম নয় কোন অংশে। প্রিন্স হেনরি তার কিংবদন্তি নটিকাল স্কুলের স্থাপনা করে ছিলেন এই শহরেই। এখনকার সময়ে সেটি সার্ফ স্কুল। মনোমুগ্ধকর বিচ আর অনন্য গঠনের ক্লিফগুলো প্রতিনিয়ত টানে দর্শনার্থীদের এই শহরে। সবচেয়ে দীর্ঘ বিচটির নাম Praia do Martinhal, বলা হয় এর মাঝেই লুকিয়ে আছে আলগ্রেভের আসল সৌন্দর্য্য। তাই পর্তুগাল ভ্রমণকে স্বয়ংসম্পূর্ণ করতে অবশ্যই ঘুরে দেখবেন Sagres।


No comments:
Post a Comment