এ ছাড়া তার অভিবাসন নিয়ে পলিটিকো যে প্রতিবেদন ছাপিয়েছে, সেটাকেও তিনি মানহানিকর এবং ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন। পলিটিকো মেলানিয়ার নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইল দিন কয়েক আগে একটি স্লোভানিয়ান ম্যাগাজিনের উদৃব্দতি দিয়ে মেলানিয়া সম্পর্কে একটি প্রতিবেদন ছাপিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে পাঠানো হয় ওইসব নোটিশ।
হিলারির ই-মেইলগুলো খতিয়ে দেখার আদেশ
ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ১৪ হাজার ৯০০ ই-মেইল ও তাতে যুক্ত ফাইল খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। হিলারির এসব ই-মেইল প্রকাশ করার দাবি জানিয়ে কনজারভেটিভ পর্যালোচনা গ্রুপ জুডিসিয়াল ওয়াচের আইনি নোটিশের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন জেলা আদালতের বিচারক জেমস বোয়াসবার্গ।
No comments:
Post a Comment