Social Icons

Wednesday, August 24, 2016

৮ পত্রিকার বিরুদ্ধে মামলা করবেন মেলানিয়া ট্রাম্প

ডেইলি মেইল, পলিটিকোসহ আটটি সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তার আইনজীবী চার্লস হার্ডার জানান, এ বিষয়ে এক নোটিশে মেলানিয়া ট্রাম্প বলেছেন, ১৯৯০-এর দশকের কিছু ঘটনায় মেলানিয়াকে নিয়ে তারা মনগড়া ও ভিত্তিহীন খবর ছেপেছে এবং তাতে মেলানিয়া ট্রাম্পের মানহানি করা হয়েছে। খবর বিবিসি, রয়টার্স।

এ ছাড়া তার অভিবাসন নিয়ে পলিটিকো যে প্রতিবেদন ছাপিয়েছে, সেটাকেও তিনি মানহানিকর এবং ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন। পলিটিকো মেলানিয়ার নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইল দিন কয়েক আগে একটি স্লোভানিয়ান ম্যাগাজিনের উদৃব্দতি দিয়ে মেলানিয়া সম্পর্কে একটি প্রতিবেদন ছাপিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে পাঠানো হয় ওইসব নোটিশ।

হিলারির ই-মেইলগুলো খতিয়ে দেখার আদেশ

ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ১৪ হাজার ৯০০ ই-মেইল ও তাতে যুক্ত ফাইল খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। হিলারির এসব ই-মেইল প্রকাশ করার দাবি জানিয়ে কনজারভেটিভ পর্যালোচনা গ্রুপ জুডিসিয়াল ওয়াচের আইনি নোটিশের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন জেলা আদালতের বিচারক জেমস বোয়াসবার্গ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates