বিশ্বজনসংখ্যার প্রায় ৭৬% অর্থাৎ প্রায় ৫৫০ কোটি মানুষের দেহেই অতিরিক্ত চর্বি আছে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা।
তাদের দাবি, অতিরিক্ত চর্বি জমা হওয়ার বিষয়টি এখন অনেকটাই মহামারি রূপ ধারণ করেছে। এবং নীরবে পুরো পৃথিবীকে গ্রাস করছে। এ প্রসঙ্গে তারা দীর্ঘমেয়াদি পেটের পীড়ারোধে বৈশ্বিক স্বাস্থ্য প্রকল্প গ্রহণেরও আহবান জানান। নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই হুঁশিয়ারি দিয়েছেন।
তারা বলেন, অতিরিক্ত ওজনের অধিকারী এবং স্থূলতায় আক্রান্তদের পাশাপাশি স্বাভাবিক ওজনের লোকদের দেহেও অতিরিক্ত চর্বি জমা হয়। এমনকি যারা ব্যায়াম করেন বা খেলাধুলা করেন তারাও দেহে অতিরিক্ত চর্বি জমা হওয়ার হাত থেকে রেহাই পান না।
গত তিন থেকে চার দশক ধরে মহামারি আকারে স্থূলতায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে চলছিল। এবার অস্বাস্থ্যকরভাবে দেহে চর্বি জমা হওয়ার বিষয়টিও উদঘাটিত হলো।
বিপরীতে বিশ্ব জনসংখ্যার ৯ থেকে ১০ শতাংশের দেহে আবার পর্যাপ্ত পরিমাণে চর্বি নেই। ফলে বিশ্ব জনসংখ্যার শুধু ১৪ শতাংশের দেহেই স্বাভাবিক মাত্রার চর্বি আছে।
বিশ্ব জনসংখ্যার ৪৯% বা ৩৫০ কোটি মানুষ স্থুলতায় আক্রান্ত বা স্বভাবিকের চেয়ে বেশি ওজনধারী।
বিশ্ব জনসংখ্যার ৪৯% বা ৩৫০ কোটি মানুষ স্থুলতায় আক্রান্ত বা স্বভাবিকের চেয়ে বেশি ওজনধারী।
ফ্রন্টিয়ার্স ইন পাবিলক হেলথ নামের জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া
সূত্র : ডিএনএ ইন্ডিয়া
No comments:
Post a Comment