হাইতির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জোভেনেল মইজি। গত ২০ নভেম্বর অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তিনি ৫৫.৬ শতাংশ ভোট পেয়েছেন।
হাইতির প্রভিশনাল ইলেক্টোরাল কাউন্সিল মঙ্গলবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশটিতে ২০১৫ সালে শুরু হয়ে দীর্ঘদিন ধরে চলা নির্বাচন প্রক্রিয়া ও এক বছরেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল।
মইজি (৪৮) আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন। তিনি জোসেলার্মে প্রিভার্টের স্থলাভিষিক্ত হবেন। মাইকেল মার্টালির মেয়াদ শেষ হওয়ার পর প্রিভার্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে এক বছরের মতো দায়িত্ব পালন করেন।
একটি স্বতন্ত্র কমিশন ২০১৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতির তথ্য পাওয়ার পর সেটি বাতিল করে। ওই নির্বাচনেও মইজি জয়ী হয়েছিল বলে ধারণা করা হয়। তবে গত নভেম্বরের নির্বাচনে বড় ধরণের কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে মইজির প্রধান প্রতিদ্বন্দ্বী জুডে সেলেসটিন, জ্যাঁ চার্লস মইজি ও মেরিসে নার্সিসে গত নির্বাচনের প্রাথমিক ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন। সপ্তাহব্যাপী যাচাই বাছাইয়ের পর নির্বাচন ট্রাইব্যুনাল জোভেনেল মইজির প্রতি সমর্থন প্রকাশ করে।
ট্রাইব্যুনাল এক বিবৃতিতে জানায়, নির্বাচনে বড় ধরণের জালিয়াতি হয়নি। যেসব ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আনা হয়েছে তা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না।
আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, জোভেনেল মইজির নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলেসটিন ১৯.৫৭ শতাংশ, জ্যাঁ-চার্লস মইজি ১১.০৪ শতাংশ ও নার্সিসে ৯.০১ শতাংশ ভোট পেয়েছেন। বাসস।
No comments:
Post a Comment