দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন-জায়ে-ইন তার স্বাগত ভাষণে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বৈরী ভাবাপন্ন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন।
সঠিক পরিস্থিতিতে তিনি প্রয়োজন হলে পিয়ং ইয়ং সফরে যেতেও আগ্রহী বলে তিনি জানান।
তিনি বলেন, কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় আমার পক্ষে যা যা সম্ভব তাই করব। যদি প্রয়োজন হয় তাইলে খুব তারাতারিই ওয়াশিংটনে যাব। পরিস্থিতি ঠিক থাকলে বেইজিং, টোকিও এমনিক পিয়ং ইয়ংয়েও যাব।
সাবেক মানবাধিকার আইনজীবি ও উত্তর কোরিয়া থেকে আসা শরণার্থীর সন্তান মুন তার উদার দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।
কোরিয়ান উপদ্বীপে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়ন লেগেই থাকে এবং সাম্প্রতিক কালে উত্তর কোরিয়ার পারমানবিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেও তিক্ততা তীব্র রুপ নিয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার ১৯ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মুন-জায়ে-ইন। ২০১২ সালের নির্বাচনে কারাগারে থাকা সদ্যবিদায়ী প্রেসিডেন্ট পার্কের কাছে অল্প ভোটে হেরে গিয়েছিলেন মুন । বিবিসি।
No comments:
Post a Comment