Social Icons

Thursday, May 4, 2017

টানা দুই দিনের গরমে রাজধানী ঢাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

ঢাকা থেকে আমাদের প্রতিনিধি - নুর হুসাইন 

 
টানা দুই দিনের গরমে  রাজধানী ঢাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল  তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ।
আবহাওয়া বিভাগ জানায়,  ধারাবাহিকতায় গতকাল চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এদিন ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও বৃষ্টিপাত না হলেও নতুন করে সীতাকুন্ড, কুমিল্লা, মাইজদীকোর্ট, সিলেট ও খেপুপাড়ায় বর্ষণের রেকর্ড রয়েছে আবহাওয়া অফিসের কাছে।

 এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৪ ডিগ্রী সে.। যশোর ও রাজশাহীতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ ডিগ্রী সে. রেকর্ড করা হয়। এছাড়া টাঙ্গাইল, ঈশ্বরদী, বগুড়া, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, সাতক্ষীরা ও যশোরে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়।  
 
এদিকে, আজ  সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা মৃদু তাপপ্রবাহ আকারে অব্যাহত থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।  
গতকাল  সন্ধ্যা ৬টায় পরবর্তী  ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা জানিয়ে অধিদফতর বলেছে, দক্ষিণ-পশ্চিম মওসুমী বায়ু বাংলাদেশের  কেন্দ্রস্থল পর্যন্ত অগ্রসর হতে পারে। আর আগামী পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মওসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশে বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মওসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। মওসুমী বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।








No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates