Social Icons

Thursday, May 4, 2017

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে সারা বিশ্বে ।







 

ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নুর হুসাইন -------
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গত বুধবার পালিত হয়েছে সারাদেশে  । ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে এ বছর পালিত হচ্ছে মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছে আলোচনা সভার।
এর পাশাপাশি অন্য সাংবাদিক সংগঠনগুলো পৃথক আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধন করেছে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এ দিবস পালনের লক্ষ্য। এ ছাড়া গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই দিবসটির অবতারণা।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে বাংলাদেশে নতুন ১ হাজার ৬৪৭টি পত্রিকা নিবন্ধিত হয়েছে। বেসরকারিভাবে ৩৬টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদনসহ ২৪টি এফ এম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও ষাণ্মাসিক মিলে মোট পত্রিকার সংখ্যা ২ হাজার ৮৫৫টি। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র নিয়ে সরকারি ৪টি ও অনুমোদনপ্রাপ্ত ৪৪টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মধ্যে ২৬টি সম্প্রচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সম্প্রচারিত হচ্ছে ২১টি এফ এম রেডিও ও ১৭টি কমিউনিটি রেডিও।
জানা যায়, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।






No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates