নতুন আত্মপ্রকাশ করা ‘সম্মিলিত জাতীয় জোট’-এর দুটি দল ছাড়া অন্যগুলো এইচ এম এরশাদের তৈরি করা দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জানতে পারলাম গৃহপালিত বিরোধী দল জোট গঠন করা হয়েছে। যে জোটে ৫৯টি দল রয়েছে। এর মধ্যে মাত্র দুটি নিবন্ধিদত। বাকি সব এরশাদের তৈরি করা। এরশাদ নিজে সরকারের বিশেষ দূত হয়েছেন। তিনি জোট তৈরি করেছেন মহাজোটের মধ্য থেকে। জাতীয় পার্টি এখনও মহাজোটেই আছে।
মির্জা ফখরুল বলেন, এরশাদ জানেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে বেরিয়ে এলে তাদের অস্তিত্ব থাকবে না।
রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মিসভায় এরশাদের জোট গঠনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। কর্মিসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
সভা পরিচালনা করেন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা আলহাজ সালাহউদ্দিন আহমেদ, শিরিন সুলতানা, মহানগর দক্ষিণের শামসুল হুদা, মহানগর স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, মহানগর যুবদলের গোলাম মওলা শাহিন, মহানগর ছাত্রদলের খন্দকার এনামুল হক, জাকির হোসেন প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগই ধাপ্পাবাজির রাজনীতি করে। তারা আবারও ক্ষমতায় যেতে চায়। এ জন্য দেশবাসী নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়। সরকারি দলের নেতাদের কাছে প্রশু রেখে তিনি বলেন, সারাক্ষণ আপনাদের বিএনপি ভীতি কেন, সবসময় বিএনপি ফোবিয়ায় ভুগছেন কেন?
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর সংবিধান কাটা-ছেঁড়া করে নিজেদের মতো তৈরি করেছে। আর ওই সংবিধানের অধীনে বিএনপিকে নির্বাচনে যেতে বলছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। অবশ্যই নির্বাচনে যাবে বিএনপি। তবে সেই নির্বাচন নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হতে হবে।
তিনি বলেন, বিএনপির ‘ভিশন ২০৩০’ ইতিবাচক রাজনীতিকে আওয়ামী লীগ ধাপ্পাবাজি মনে করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বলতে শুরু করেছেন বিএনপি ক্ষমতায় গেলে নাকি হাওয়া ভবন তৈরি হবে। আজ আওয়ামী লীগ লুটপাট সমিতিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের বড় বড় সাহেব লুট করে বিদেশে অর্থ পাচার করছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment