যুক্তরাজ্যের ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে অন্তত পাঁচ হাজার কাউন্সিল আসনে ভোট হয়েছে শুক্রবার। মত জানিয়েছেন হাজার হাজার মানুষ। বিভিন্ন শহরে নতুন মেয়র নির্বাচনও হবে। সময় যত এগিয়েছে, কনজারভেটিভ পার্টির একের পর এক জয়ের খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে।
স্থানীয় কাউন্সিলের ভোট হলেও সেটাই যেন এক মাস পরের সাধারণ নির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। তাই অনেকে বলছেন, কাউন্সিল ভোট আসলে ব্রেক্সিট ভোট। এই ভোটে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র অবস্থান যত শক্ত হবে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে ব্রেক্সিট মীমাংসা করতে ততই সুবিধা হবে তার।
কূটনীতিকদের মতে, স্বাভাবিকভাবেই থেরেসার কাছে এটা সামান্য কাউন্সিলের ভোট ছিল না। আঞ্চলিক ভোটের ফল জাতীয় রাজনীতিতে তথা সাধারণ নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে, সে বিশ্বাস রয়েছে তার। ইংল্যান্ডের দশটি কাউন্সিলের মধ্যে নয়টিই- ডর্সেট, এসেক্স, গ্লস্টারশায়ার, হ্যাম্পশায়ার, হার্টফোর্ডশায়ার, আইল অব ওয়াইট, লিঙ্কনশায়ার, সমারসেট এবং ওয়ারউইকশায়ার- টোরিদের দখলে। ওয়েলসেও লাভের মুখ দেখেছে টেরেসার দল। যদিও সেখানে কিছু চেনা ঘাঁটিতে লেবার পার্টিই এগিয়ে রয়েছে। এএফপি।
No comments:
Post a Comment