Social Icons

Saturday, May 6, 2017

এভারেস্ট আরোহণ: রেকর্ড পুনরুদ্ধার করতে গিয়ে চলে গেলেন ৮৫ বছর বয়সী শেরচান

এভারেস্ট চূড়ায় সবচেয়ে বয়সী ব্যক্তি হিসেবে আরোহণের রেকর্ড পুনরুদ্ধার করতে গিয়ে বেসক্যাম্পে মৃত্যুবরণ করেছেন ৮৫ বছর বয়সী নেপালি নাগরিক মিন বাহাদুর শেরচান। ব্রিটিশ গোর্খা সেনা হিসেবে দায়িত্ব পালন করা শেরচান ২০১৩ সালে গড়া জাপানের ৮০ বছর বয়সী পর্বতারোহী ইউচিরো মিউরার রেকর্ড ভাঙতে চেয়েছিলেন।
 
এর আগে শেরচান ২০০৮ সালে ৭৬ বছর বয়সে এভারেস্টকে পদানত করেছিলেন যা ২০১৩ সালে ভেঙে দিয়েছিলেন ইউচিরো মিউরা। 
 
 
মাত্র এক সপ্তাহ আগে সুইস পর্বতারোহি উলি স্টেক এভারেস্ট আরোহণের প্রস্তুতি নিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। 
 
 
শনিবার সন্ধ্যায় শেরচান বেসক্যাম্পে মুত্যবরণ করেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। চিকিৎসকদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন শেরচান। জাপানি পর্বতারোহী মিউরার সঙ্গে শেরচানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা। মিউরার এক বছরের বড় শেরচান ২০১৩ সালে ৮১ বছর বয়সে রেকর্ডটি পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন। আবহাওয়ার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাদ দিতে হয় তাকে।
 
২০১৫ সালে আরেকবার এভারেস্টে চড়ার পরিকল্পনা করলেও নেপালের ভয়াবহ ভূমিকম্পের কারণে অন্য অনেক পর্বতারোহীর মত তাকেও সেই পরিকল্পনা বাতিল করতে হয়। গত মার্চে জার্মান গণমাধ্যম ডিপিএকে বলেছিলেন, আমি এভারেস্টে চড়ে রেকর্ড করতে চাই যাতে মানুষ বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা পায়। এটা আমার মত বৃদ্ধ মানুষের মধ্যে গর্বের অনুরণন তুলবে। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates