Social Icons

Wednesday, May 10, 2017

ফেসবুকে লাইভ দিয়েই এখন আপনিও হতে পারেন লাখপতি!

“ফেইসবুক” সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের একটা বড় অংশে মিশে গেছে। বন্ধুদের সাথে আড্ডা, গান, ছবি, ভিডিও, পড়াশুনা থেকে শুরু করে নিত্য নতুন বিষয়ের জানা-অজানা খোঁজ আমরা এখন ফেইসবুক এ করি। আমাদের এই সব সার্ভিস দিতে দিতে ফেইসবুক নিজে প্রতিদিন মিলিওন মিলিওন ডলার আয় করে।
তবে সেই আয় থেকেই ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি অংশ ব্যয় করার ঘোষণা আগে থেকেই ছিলো ফেসবুক কর্তার ।এবার সেই সুত্রেই ফেসবুক নিয়ে এল অভিনব এক সুযোগ।
আশা করা যাচ্ছে,  ফেসবুকে লাইভে আসা ‘সেলিব্রেটিদের’  সংখ্যা যে এখন দিনকে দিন আরও বাড়বে তা সহজেই অনুমেয় এখন । ফেসবুকের হোমপেজে! ফেসব্বুক শুধু এতদিন মানুষের ‘এটেনশান’ পাওয়ার সুযোগ দিলেও এবার দিচ্ছে  টাকা আর ‘এটেনশান’ দুটোই অর্জনের সুযোগ !
ফেসবুক মোবাইল লাইভ স্ট্রিমিং চালু করেছে বেশ কিছুদিন আগেই। অল্পকিছুদিনেই দারুন জনপ্রিয়তা পায় ফেসবুক মোবাইল লাইভ এবার সেই ধারাবাহিকতায় ফেসবুক লাইভ থেকে টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে ফেসবুক।
প্রযুক্তিভিত্তিক ম্যাগাজিন ম্যাশাবেল জানিয়েছে,  ইতোমধ্যে ফিচারটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে খুব শিগগিরই সবার জন্য মোবাইল লাইভ স্ট্রিমিং ফিচারে ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন  বলে জানিয়েছে কতৃপক্ষ । এরইমধ্যে ফিচারটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানায়, ফেইসবুকের লাইভে আগের  মতোই দর্শকরা এতে লাইভ কমেন্ট করতে পারবেন। বাকি সব সুবিধাই একই থাকছে শুধু যেকোন ব্যবহারকারীরা লাইভে জয়েন করার সময় তাকে ফেসবুক অটোমেটেড সিস্টেম কয়েকসেকেন্ডের বিজ্ঞাপন প্রদর্শন করবে।
তবে ব্যবহারকারীরা ইচ্ছে করলে এই বিজ্ঞাপনগুলো স্কিপ করতেও পারবেন ইউটিবের মতই। এরপর ৫ মিনিটের মাথায় আবার একটি নোটিফিকেশানের মাধ্যমে প্রদর্শিত হবে বিজ্ঞাপন। এক্ষেত্রে দর্শকেরা  বিরক্ত হবেননা বলেও দাবী করেছে ফেসবুক। কারন তারা জানিয়েছে, বিজ্ঞাপনগুলো দেখানো হবে ভিন্ন আঙ্গিকের। যা সবাইকে আকৃস্ট করবে।
ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে,  আপাতত যাদের কমপক্ষে ২ হাজার কিংবা তার চেয়ে বেশি ফলোয়ার রয়েছে তারা পাবেন উপার্জনের সুযোগ। একইসাথে কমপক্ষে ১০০ ভিজিটর থাকার শর্তও জুড়ে দেয়া আছে।
উপার্জনের ক্ষেত্রটিও পরিস্কার জানিয়েছে কতৃপক্ষ।  ব্রডকাস্টার পাবেন ৫৫ শতাংশ আর ফেসবুক ৪৫ শতাংশ ।
লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি সুপারচ্যাট সেবাও চালু করা হয়েছে। এর মাধ্যমে টাকা রোজগার করা যাবে। আপাতত ইউরোপ আমেরিকার দেশের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।
একজন ব্যবহারকারী খুব সহজেই লাইভে যেতে পারবেন। এ প্রক্রিয়ায় শুধু লাইভ বাটন চাপ দিলেই স্ট্রিমিং শুরু হয়ে যাবে। এ ধরনের ভিডিওতে স্বাভাবিক ভিডিওর মতো সব ধরনের ফিচারই থাকবে। শুধু বাড়তি যোগ হবে নিচের দেয়া ছবির মতো ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates