ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি দামি খেলোয়াড় হিসেবে ব্রাজিলের ফিলিপ কুটিনহোকে দলে টেনেছে বার্সেলোনা। জানুয়ারির মধ্যবর্তী দলবদলে ১৪০ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্পে পাড়ি জমান তিনি। অনেক আশা নিয়ে কুটিনহোকে নিয়ে আসলেও প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
আলোড়ন সৃষ্টি করে কুটিনহো ন্যু ক্যাম্পে গেলেও সেটা পছন্দ হয়নি লিভারপুলের প্রাক্তন ফুটবলার জেমি ক্যারাঘ্যারের। কুটিনহো ১৪০ মিলিয়ন ইউরোর যোগ্য নন বলেও মনে করেন তিনি। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘মৌসুমের মাঝপথে তাকে ছাড়ার সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। কেননা এই সময়ে লিভারপুল এফএ কাপের সম্ভাবনা ও চ্যাম্পিয়ন লিগের লড়াইয়ে রয়েছে। গ্রীষ্মের দলবদলে কুটিনহোকে না ছাড়ায় আমিসহ লিভারপুলের অন্য ভক্তরা খুশি হয়েছিল। এমনকি আমরা জানতাম যে, সে এই মৌসুম শেষ করে অন্য ক্লাবে যাচ্ছে।
তিনি আরও বলেন, কুটিনহো খুব ভালো ছিল না এবং সে ১৪০ মিলিয়ন ইউরোর যোগ্য ছিল না। এই সময়টাকে সফলতা বলে বিভাজিত করা যায় না। কেননা আমরা শিবিরের সেরা একজন ফুটবলারকে হারিয়েছি।’
No comments:
Post a Comment