রাশিয়া বিশ্বকাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘ই’ গ্রুপে খেলবে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার সঙ্গে। ‘ডি’ গ্রুপে দুবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
র্যাংকিংয়ে নিচের দিকে থাকায় দুই নম্বর পটে স্থান পায় স্পেন। ২০১০ আসরের চ্যাম্পিয়নরা পেতে পারতো কঠিন কোনো প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপে স্পেন পেয়েছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালকে। গ্রুপের বাকি দুই দল মরক্কো ও ইরান।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ‘এফ’ গ্রুপে মেক্সিকো, সুইডেন ও দ. কোরিয়া। ‘এ’ গ্রুপে রাশিয়া, সৌদি আরব, মিসর ও উরুগুয়ে; ‘সি’ গ্রুপে ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক; ‘জি’ গ্রুপে বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া ও ইংল্যান্ড এবং ‘এইচ’ গ্রুপে পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া ও জাপান।
বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে এসেছে ৩১টি দল, স্বাগতিক হিসেবে খেলবে রাশিয়া। র্যাংকিংয়ের বিচারে স্বাগতিক রাশিয়া ও শীর্ষ সাতটি দলকে নিয়ে করা হয় পট-১। এরপর বাকি দলগুলোকে তিনটি ভিন্ন ভিন্ন পটে রাখা হয়। সেখান থেকে করা হয়েছে মোট আটটি গ্রুপ। এই আট গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে নকআউট পর্বের প্রথম ধাপ শেষ ষোলোয়।
আগামী ১৪ জুন মস্কোয় রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হবে ২১তম ফিফা বিশ্বকাপ। ১৫ জুন সোচিতে লড়বে পর্তুগাল-স্পেন। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রথম মাঠে নামবে আর্জেন্টিনা। ১৭ জুন ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ সুইজারল্যান্ড; একই দিন জার্মানি খেলবে মেক্সিকোর বিপক্ষে। বিবিসি
বিশ্বকাপের আট গ্রুপ:
গ্রুপ-এ: রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।
গ্রুপ-বি: পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।
গ্রুপ-সি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।
গ্রুপ-ডি: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।
গ্রুপ-ই: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।
গ্রুপ-এফ: জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।
গ্রুপ-জি: বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।
গ্রুপ-এইচ: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।
No comments:
Post a Comment