প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ‘বাজে আচরণ’ করায় সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়া নেইমারের পাশে দাঁড়িয়েছেন উনাই এমেরি। পিএসজি কোচের চোখে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ‘স্পেশাল’।
রেনের মাঠে গত মঙ্গলবার ফরাসি লিগ কাপের সেমি-ফাইনালে ৩-২ গোলে জয় পায় পিএসজি। তবে ওই ম্যাচে প্যারিসের ক্লাবটির পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় উঠে আসে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে নেইমারের আচরণ।
যোগ করা সময়ের চার মিনিট আগে মাঠে পড়ে যাওয়া রেনের ডিফেন্ডার হামারি ত্রাওরের দিকে হাত বাড়ান নেইমার। কিন্তু ত্রাওরে হাত বাড়ালে নিজের হাত সরিয়ে নেন তিনি। রাগে-ক্ষোভে নেইমারকে ঘিরে ধরে স্বাগতিক দলের খেলোয়াড়রা।
পরে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় তার ওই আচরণকে নিছক রসিকতা বলে দাবি করেন।
শনিবার লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের নিচের দিকের দল লিলের মাঠে খেলতে যাবে শীর্ষে থাকা পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই ওঠে নেইমারের ওই বিষয়।
জবাবে এমেরি বলেন, “নেইমার স্পেনে থাকার সময় থেকেই তাকে আমি চিনি। সে স্পেশাল।”
“তার খেলার ধরন দেখার মতো। সে স্মার্ট কারণ সে জানে কিভাবে দলকে সাহায্য করতে হয়। তার খেলার ধরন সবার জন্যই ভালো, বিশেষ করে পিএসজির জন্য।”
No comments:
Post a Comment