ইতালির মধ্যাঞ্চলীয় শহর মাসেরাতাতে একটি চলন্ত গাড়ি থেকে পথচারীদের ওপর অন্তত একজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে চার ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই টিভির বরাত দিয়ে বিবিসি জানায়, শহরের রেলস্টেশনের কাছের এলাকাসহ বিভিন্ন অঞ্চলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
শহরের মেয়র কার্যালয় এক টুইটে নগরবাসীকে ঘরে থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা এখনও গুলিবর্ষণের ঘটনা চলমান রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কালো রঙের আলফা রোমিও ১৪৭ গাড়িতে দুই ব্যক্তি রয়েছেন।
বিভিন্ন খবরে আহত ব্যক্তিদের সংখ্যা ছয়জনের কথা বলা হচ্ছে। তবে সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, গুলিবর্ষণে অন্তত চারজন আফ্রিকার অভিবাসী আহত হয়েছেন এবং ঘটনাটির সঙ্গে বর্ণবাদের যোগসূত্র রয়েছে।
১৮ বছরের এক ইতালীয় মেয়ের খণ্ডিত লাশ দুটি স্যুটকেসে উদ্ধারের একদিন পর গুলিবর্ষণের ঘটনাটি ঘটল। ইতালীয় হত্যায় জড়িত সন্দেহে নাইজেরিয়ার এক অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।
No comments:
Post a Comment