আসামি ছিনতাইয়ের ঘটনায় রমনা থানার দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান ও নাজিম উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিরা শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
শনিবার উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ’র আদালত এই আদেশ দেন।
আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদ এ তথ্য জানান।
এর আগে শনিবার বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতে রমনা থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করেন।
উল্লেখ্য, শুক্রবার মহাখালীর ডিওএইচএসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের বাসা ঘেরাও করে র্যাব-১-এর সদস্যরা তাকে আটক করেন। তার বাসাতেই ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তাকেও গ্রেফতার করা হয়। গত সপ্তাহে হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব।
No comments:
Post a Comment