Social Icons

Friday, February 2, 2018

বেড়েছে বর্ণবাদীদের হামলা; শঙ্কায় ইতালি প্রবাসীরা

সম্প্রতি ইতালিতে ফয়সাল সরদার (৪০) নামে এক বাংলাদেশিকে বর্ণবাদীদের একটি দল বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার নিকটবর্তী আকোয়া বুলিকান্তে। ঘটনার শিকার ফয়সালের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় রাত ২টায় ফয়সাল কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ হামলার শিকার হন।
আহত ফয়সালের দাবি, বাসার খুব কাছে পৌঁছতেই কিছু বুঝে ওঠার আগেই চার দুর্বৃত্ত পেছন থেকে এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করে। এরপর তাকে রক্তাক্ত করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে তার মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের উপর হামলার ঘটনা বেড়েছে। আর এসব হামলা পরিচালনা করছে বর্ণবাদীদের একটি গ্রুপ। বাঙালিদের টার্গেট করেছে তারা। এর আগে কার্তিক নামে এক বাংলাদেশিসহ বেশ কয়েকজনকে বর্ণবাদীরা মারপিট করে আহত করেছিল।
বাংলাদেশ সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, গত তিন বছর ধরে বাংলাদেশিদের উপর এ ধরনের বর্ণবাদী হামলা বেড়েছে। বর্ণবাদী ওই গ্রুপের নাম বাংলা ট্যুর। এর অর্থ হল যেখানে বাঙালি পাও সেখানেই পিটাও। এই দলের সদস্য সংখ্যা ৪০ জনের মত, যাদের বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে। এ গ্রুপটি বাংলাদেশিদের দেখলে আচমকা মারপিট করে পালিয়ে যায়।
পুলিশের বিশেষ বাহিনীর রিপোর্ট অনুযায়ী বর্ণবাদী গ্রুপ এ পর্যন্ত ৪২টি হামলা করেছে। প্রবাসীদের অভিযোগ, বাংলাদেশিদের পক্ষ থেকে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করে। তাই দ্রুত সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান প্রবাসী বাংলাদেশিদের।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates