নাজমাত তাইবা বা স্টার অব তাইবা— বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের আংটি। সম্প্রতি শারজার সাহারা সেন্টারে প্রদর্শিত হয় ২১ ক্যারেট আংটিটি। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ নির্মিত আংটি বলে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস, প্রশংসা করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। প্রায় ৬৪ কেজি ওজনের নাজমাত তাইবায় খচিত হীরা ও মূল্যবান পাথরগুলোর ওজন ৫ দশমিক ১ কেজি। এছাড়া আরো রয়েছে ৬১৫টি স্বরোভস্কি ক্রিস্টাল। ৫০ জনের বেশি স্বর্ণকার ৪৫ দিন দৈনিক ১০ ঘণ্টা শ্রম দিয়েছে এটি তৈরিতে। বর্তমান মূল্য ৩০ লাখ ডলার হলেও ২০০০ সালে এটি তৈরিতে ব্যয় হয়েছিল মাত্র ৫ লাখ ৪৭ হাজার ডলার
সূত্র: অ্যারাবিয়ান বিজনেস
No comments:
Post a Comment