কুয়েতের জাতীয় সংসদের আর্থিক ও অর্থনৈতিক কমিটি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর কর আরোপ করার পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবের আর্টিকেল ২ টি ,তিনটি ভাগে বিভক্ত করেছে মন্ত্রণালয় । প্রথম ধরনের KD ১০০ এর চেয়ে কম রেমিট্যান্সের জন্য দুই শতাংশ ট্যাক্স। দ্বিতীয় প্রকারের KD ১০০ এবং KD ৪৯৯ এর মধ্যে রেমিটেন্সের জন্য চার শতাংশ কর। তৃতীয় ধরনের KD ৫০০ এর উপরে রেমিটেন্সের জন্য পাঁচ শতাংশ ট্যাক্স দেশে পাঠানোর সময় আদায় করে নিবে কর্তৃপক্ষ ।
বিভিন্ন এক্সচেঞ্জ গুলো প্রতি মাসের রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর বাধ্যতামূলক করেছে কমিটি । যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ৬ মাসের কারাদণ্ড অথবা ১০,০০০ কুয়েতি দিনার জরিমানার বিধান রাখা হয়েছে ।
সংসদীয় কমিটি বলেছে ,তাদের সিদ্ধান্তের সুপারিশমালা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রী পরিষদে পাঠানো হবে। আর মন্ত্রিপরিষদ প্রবাসীদের কর আরোপের সুপারিশ মালায় অনুমোদন দেয়ার পর তা পরবর্তী ৬ মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে ।এর পরপরই তা বাস্তবায়ন করা হবে। সংসদে পাশ হওয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কুয়েতের বিভিন্ন অনলাইন নিউজ সাইট গুলোতে মুহূর্তের মধ্যে তা প্রচার হয়ে যায়।
অন্যদিকে হুন্ডি ব্যবসায়ীদের ওপর ও কড়া নজরদারি করার ঘোষণা করা হয়েছে । আর প্রবাসীদের আয়ের ওপর ভ্যাট প্রথা চালুর মধ্য দিয়ে নিম্ন আয়ের বিভিন্ন দেশের প্রবাসীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করা হচ্ছে । প্রবাসীরা বলছেন, এই ব্যবস্থা নিম্ন আয়ের প্রবাসীদের ওপর মরার ওপর খড়ার ঘা এর সামিল ।
No comments:
Post a Comment