Social Icons

Monday, April 16, 2018

এসজিওয়ার্কপাস ও এফডব্লিউ অ্যাপস হতাশা ও হয়রানি কমিয়েছে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের

দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ সিঙ্গাপুর। নানান আইনের মারপ্যাঁচে অন্য দেশের শ্রমবাজারের তুলনায় দেশটিতে অবৈধভাবে আসা প্রবাসীদের কাজ পাওয়া যেমন কঠিন ছিলো, তেমন বৈধ প্রবাসীদেরও পড়তে হতো নানান জটিলতায়। প্রবাসীরা  তাঁদের কাজের নিয়ম, সময়সীমা ও কাজ পরিবর্তনের বিষয়টি নিয়ে অনিশ্চয়তায় ভুগতেন। বিষয়টি মাথায় রেখে সিঙ্গাপুর সরকারের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়  দু’টি অ্যাপস সেবা চালু করেছে, যার  মাধ্যমে সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীরা তাঁদের কাজের বৈধতা, মেয়াদ, চাকরি পরিবর্তনসহ নানান তথ্য জানতে পারছেন।অ্যাপস দু’টি চালুর ফলে সবচেয়ে বেশি সুফল পাচ্ছেন সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।
‘এসজিওয়ার্কপাস’(SGworkpass) ও এফডব্লিউ (FW) নামের অ্যাপস দু’টি এখন যে কোনো কর্মী তাঁর মোবাইলে ডাউনলোড করে  কিউআর কোর্ড স্ক্যান করে জেনে নিতে পারছেন সংশ্লিষ্ট কোম্পানিতে তাঁর কাজের বৈধতা ও মেয়াদ উর্ত্তীণের সময়সীমাসহ প্রয়োজনীয় তথ্য।
‘এফডব্লিউ’(FW) অ্যাপ্লিকেশনটির মাধ্যমে প্রবাসী কর্মীরা ইচ্ছা অনুযায়ী কোম্পানি পরিবর্তন, চাকরি অনুসন্ধান এবং নতুন চাকরির জন্য আবেদনও করতে পারছেন। এর আগে চাকরি পরিবর্তন করতে হলে প্রথমেই ওই  কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দিতে হতো।

ইতিপূর্বে বাংলাদেশ থেকে যেসব কর্মী কাজ নিয়ে সিঙ্গাপুরে যেতেন, তাঁদের কাজের অনুমোদনপত্রে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ্ থাকতো। ‘এসজিওয়ার্কপাস’ চালু করায় এখন থেকে অনুমোদনপত্রে  মেয়াদ উত্তীর্ণের সময়সীমা থাকছে না। তবে অনুমোদনপত্রের পেছনে কিউআর (QR) কোড থাকবে। যার মাধ্যমে একজন কর্মী তাঁর কাজের অনুমোদনপত্রের নির্ধারিত স্থানে কিউআর কোড স্ক্যান করে  মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে পারছেন।
অ্যাপস সেবার সুবিধা ও ব্যবহারের বিষয় নিয়ে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি কর্মী আহসানউল্যাহ ও এনামুল হক ভূ্ঁইয়া জানান, ‘অ্যাপস দু’টি চালু হওয়ায় বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি সুফল পাচ্ছে। ফলে বৈধ কাগজ নিয়ে  সিঙ্গাপুরে আসা প্রবাসীদের হতাশা কমে গেছে। পাশাপাশি  অবৈধভাবে  সিঙ্গাপুরে আসা প্রবাসী বাংলাদেশিরা তাঁদের আত্মীয় ও স্বজনদের মাধ্যমে চাকরির অনুসন্ধান করতে পারছেন।
সিঙ্গাপুরের মেরিন ইন্ডাস্ট্রিতে কর্মরত এই দুই বাংলাদেশি আরও বলেন, ‘আগে কোনো বাংলাদেশি কাজ পরিবর্তন করতে চাইলে কোম্পানি থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশে গিয়ে ছুটি কাটিয়ে আসতে হতো। তারপর নতুন কোম্পানিতে যোগদান করতে হতো। এখন ‘এফডব্লিউ’ (FWapp) অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইচ্ছা অনুযায়ী কোম্পানি পরিবর্তন করতে পারছেন’।
তবে অ্যাপসভিত্তিক এই সেবা সিঙ্গাপুর সরকার কতোদিন চালু রাখবে তা নিয়ে শঙ্কা রয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রবাসীরা আশা করেন, সেবাটি চালু থাকলে সিঙ্গাপুরে কাজ পেতে ও ছাড়তে হয়রানি কমবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates