সেনেগালে পুলিশের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার এক শিক্ষার্থী নিহত হয়েছে। বিশ্ববিদ্যালয় রেস্তোরাঁয় খেয়ে বিল না দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর মৃত্যুর পর দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সেনেগালের উত্তরাঞ্চলীয় সেন্ট লুইসের গ্যাস্টোন বারগার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ১৮ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলি গোউইয়ে দিয়াইয়ে বেসরকারি বেতার কেন্দ্র রেডিও ফিউচার মিডিয়াকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন।’
বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, নিহত ছাত্রের নাম মোহাম্মদ ফালু সেনে (২৫)। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় সে মারা যায়। জানা গেছে, বিশ্ববিদ্যালয় রেস্তোরাঁয় বিনে পয়সায় খাওয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ দেখা দেয় শিক্ষার্থীদের। এসময় কর্তৃপক্ষ পুলিশের খবর দিলে এই সংঘর্ষ ঘটে।
এএফপি।
No comments:
Post a Comment