প্রিয় কুকুরকে লেকের পানিতে হাবুডুবু খেতে দেখে নিজেই ঝাঁপিয়ে পড়ে সেটিকে উদ্ধার করে এনেছেন ব্রাজিলের ফার্স্ট লেডি মার্শেলা তেমের।
গত ২২ এপ্রিল রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে এ ঘটনা ঘটে।
কুকুরটিকে পানি থেকে উদ্ধার করতে রাজি না হওয়ায় প্রাসাদের এক নিরাপত্তারক্ষী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের পরিবারে পিকোলি ও থর নামে দুইটি কুকুর আছে।
ঘটনার দিন ছেলে মিশেল সিনহোকে নিয়ে বাগানে হাঁটছিলেন মার্শেলা। হঠাৎ করেই তিনি পিকোলিকে লেকের পানিতে ডুবে যেতে দেখেন।
পিকোলিকে বাঁচাতে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি লেকের পানিতে ঝাঁপ দিয়ে কুকুরটিকে পাড়ে নিয়ে আসেন।
তবে কোনো প্রাণীকে পানি থেকে উদ্ধার করতে গিয়ে মানুষের নিজের জীবন হুমকির মুখে ফেলা উচিত না বলে মনে করে প্রাণীদের কল্যাণে কাজ করা যুক্তরাজ্যের দাতব্য সংস্থা আরএসপিসিএ।
No comments:
Post a Comment