শিশুদের যৌন নিপীড়ন এবং তা ধামাচাপা দেয়ার কেলেঙ্কারির মুখে পোপ ফ্রান্সিসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চিলির ৩১ জন রোমান ক্যাথলিক বিশপ এবং তিন জন অবসরপ্রাপ্ত বিশপ। বেশ কিছুদিন ধরেই রোমান ক্যাথলিক চার্চে যৌন নির্যাতন বিশেষত শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।
এরপর যৌন নির্যাতনকারী এক যাজকের পক্ষে সাফাই দেয়া এবং বিষয়টি ধামাচাপা দেয়ার ঘটনায় অভিযুক্ত চিলির এক ধর্মগুরুকে তিন বছর আগে বিশপের পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকে ব্যাপক সমালোচিত হন পোপ ফ্রান্সিস।
এরপর যৌন নির্যাতনকারী এক যাজকের পক্ষে সাফাই দেয়া এবং বিষয়টি ধামাচাপা দেয়ার ঘটনায় অভিযুক্ত চিলির এক ধর্মগুরুকে তিন বছর আগে বিশপের পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকে ব্যাপক সমালোচিত হন পোপ ফ্রান্সিস।
এসব ঘটনা জানাজানি হয়ে পড়লে গত জানুয়ারিতে পোপ দুঃখ ও লজ্জার কথা গণমাধ্যমে প্রকাশ করেন।
ভ্যাটিকানের তদন্তে ১৯৭০ ও ৮০’র দশকে কমবয়সী ছেলেদের যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয় ফাদার কারাদিমার বিরুদ্ধে। তিনি ছিলেন খুবই প্রভাবশালী একজন যাজক। এরপর তাকে আজীবন প্রায়শ্চিত্ত ও প্রার্থনার শাস্তি দেয়া হয়।
No comments:
Post a Comment