তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। ফ্রেঞ্চ কাপের ফাইনালে মঙ্গলবার তিনি হাঁটুতে আঘাত পান। বিশ্বকাপের আগে সুপারস্টার নেইমারের পর দলের অন্যতম নির্ভরযোগ্য ও অভিজ্ঞ এই ডিফেন্ডারের ইনজুরিতে দুশ্চিন্তায় পড়ে গেছে ব্রাজিল।
৩৫ বছর বয়সী আলভেস ফ্রেঞ্চ কাপের ফাইনালে তৃতীয় সারির দল লেস হারবিয়ার্সের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরিতে আক্রান্ত হন। আর সে কারণেই আগামী ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের আগে এই ফুল-ব্যাকের সুস্থ হওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছে ব্রাজিল শিবির। যদিও আলভেসের পক্ষ থেকে এক মুখপাত্র জানিয়েছেন এই ধরনের ইনজুরিতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তিন সপ্তাহ পরে আবারো তাকে পর্যবেক্ষণ করা হবে।
আগামী সোমবার ব্রাজিলিয়ান কোচ তিতের রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষনার কথা রয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে ৩ জুন ক্রোয়েশিয়া ও সাতদিন পরে অস্ট্রিয়ার বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, সার্বিয়া ও কোস্টা রিকার মোকাবেলা করবে।
No comments:
Post a Comment