Social Icons

Thursday, May 10, 2018

মাহাথিরের বিজয়ে সুখের দোলা প্রবাসীদের মনে


মাহাথির মোহাম্মদের বিজয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছে মালয়েশিয়া। এ যেন স্বপ্ন এসে ধরা দিয়েছে হাতের মুঠোয়। হবে না-ই না কেন? আধুনিক মালয়েশিয়ার অন্যতম রূপকার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও বসছেন ক্ষমতার চেয়ারে। তাঁর এই জয় উত্তেজনার পারদ হয়ে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ার সর্বত্র।
প্রিয় নেতার শপথ গ্রহণের আগেই দেশটিতে ঘোষণা করা হয়েছে দু’দিনের সরকারি ছুটি। শুধু কি তাই? নির্বাচনের ফল ঘোষণার পরপরই প্রত্যাহার করা হয়েছে ‘জিএসটি’। মালয়েশিয়া প্রবাসী বাদল হোসেন মোল্লা ভয়েস বাংলাকে জানান, সকালে প্রতিদিনের মতো নিজের গাড়ি নিয়ে বের হন তিনি। পথে টোলপ্লাজায় টোল দিতে গেলে তাঁর জিএসটি ফেরত দেওয়া হয়। মাহাথির মোহাম্মদের বিজয় আনন্দে এখন থেকে সব জিএসটি মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া, শিগগিরই মালয়েশিয়ায় জ্বালানী তেলের দাম কমবে বলেও সরকারি সূত্রে জানা গেছে। অন্যদিকে, মাহাথির মোহাম্মদের এই বিজয়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন দেশটির বিশিষ্টজনরা। দুর্নীতির বেড়াজালে বন্দী মালয়েশিয়া আবারও পুরনো জৌলুস ফিরে পাবে বলেও আশা প্রকাশ করছেন অনেকে। তাঁদের মতে, ক্ষমতা ছাড়ার আগে রেখে যাওয়া কাজ এবার সম্পন্ন করবেন ৯২ বছর বয়েসি এই নেতা। মালয়েশিয়ার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি আবারও ক্ষমতায় এসেছেন বলেও মনে করছেন অনেকে। বিরোধী জোটের এই বিজয়ে সুখের দোলা লেগেছে প্রবাসীদের মনেও।
মালয়েশিয়া প্রবাসীরা মনে করেন, এতোদিনে কাটবে তাঁদের দুর্দশা। নানান অনিয়ম-দুর্নীতিতে যে ভোগান্তি পোহাতে হয়েছে, সেই বেড়াজাল থেকে মুক্তি মিলবে তাঁদেরও। সেই সংগে বাড়বে মালয়েশিয়ায় প্রবাসী কর্মসংস্থান। সব মিলিয়ে অবৈধ অভিবাসীদের জন্যও আসতে পারে সুখবর।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates