জমে উঠছে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর। হলিউড-বলিউডের অনেক তারকাই আসা শুরু করেছেন এরিমধ্যে। এবার কান উৎসব নিয়ে আলোচনাগুলোর মধ্যে অন্যতম ছিল নারী বিচারকের সংখ্যা। এবারের আয়োজনে নারী বিচারক ৫ জন। যার মধ্যে রয়েছেন তরুণ হলিউড তারকা ক্রিশ্চিয়ান স্টুয়ার্ড।
বিগত কয়েকটি বড় পুরস্কার আয়োজনে নারীদের বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে দেখা যায়। তবে কান উৎসবে এ বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। বিচারকের আসরেও কর্তৃপক্ষ নারী প্রাধান্য দিয়েছেন।
আগত অন্যান্য তারকাদের মতো বিচারকদেরও কান উৎসব আঙিনায় দেখা যায়। পুরো সময়জুড়ে তারা ছিল বেশ উচ্ছ্বসিত। প্রায় পুরোটা সময়জুড়ে তাদের আশেপাশে আলোকচিত্রীদের ভিড় দেখা যায়।
হলিউডের অনেক তারকাদের মতো ফ্রান্সে পৌঁছেছেন বলিউড তারকারাও। কঙ্গনা ও দীপিকা এখন ফ্রান্সে। কালো শাড়ি পরা কঙ্গনার ছবি বিভিন্ন সংবাদপত্রে এরিমধ্যে দেখেছেন অনেকে। অন্যদিকে দীপিকার ছবিও দেখেছেন পাঠকরা।
প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি ছবির পাশাপাশি প্রতিযোগিতা বিভাগের বাইরে, আঁ সার্তেন রিগার্দ ও মিডনাইট স্ক্রিনিং বিভাগে নির্বাচিত ছবির অংশ বিশেষ দেখানো হয়। তারপর ছিল গান। ফরাসি গায়িকা জুলিয়েট আহমানে পরিবেশন করেন ১৯৬৯ সালে অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জেতা মিচেল লেগ্র্যান্ডের সুর করা ‘দ্য মিলস অব মাই হার্ট’ গানটি।
No comments:
Post a Comment