যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থান করলে তাঁকে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর।
সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কর্তৃক ঘোষিত নতুন নীতিমালা অনুসারে যেসব শিক্ষার্থী ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ১৮০ দিন অতিরিক্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন, তাঁদের তিন বছরের জন্য পুনঃপ্রবেশ নিষিদ্ধ করা হবে। এক বছরের অধিক সময় বৈধ ভিসা ছাড়া অবস্থান করেছেন—এমন বিদেশি শিক্ষার্থীদের ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন নিষিদ্ধ করা হবে।
গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভিসার মেয়াদের বেশি অবস্থান করছেন—এমন সব বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব বিদেশির একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষার্থী, যাঁদের অনেকেই অধ্যয়ন শেষে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় এ দেশে রয়ে যান। হোমল্যান্ড দপ্তর জানিয়েছে, ২০১৬ সালে ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফিরে যাননি—এমন বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা ৮০ হাজারের মতো।
ভিসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নে আগ্রহী—এমন ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমে কমে আসছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মার্কিন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩ শতাংশ কমেছে বলে জানা গেছে। অনেক বিদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রে আসার বদলে ইউরোপ অথবা অস্ট্রেলিয়ায় অধ্যয়নের সুযোগ গ্রহণ করছে।
No comments:
Post a Comment